গত ৩০ জানুয়ারী রাজধানীর একটি অভিজাত হোটেলে সফলভাবে অনুষ্ঠিত হলো HB Aviation 4th Certificate Awarding ইভেন্ট। ইভেন্টটিতে অত্র ট্রেনিং সেন্টার এর শেষ ৪ টি ব্যাচের প্রায় ৫০ জন শিক্ষার্থীদের কে সফলভাবে কোর্স সম্পন্ন করবার জন্য সার্টিফিকেট প্রদান করা হয়। এবং এই অনুষ্ঠানেই HB Aviation Training Center কে বাংলাদেশের একমাত্র এভিয়েশন বেইজড ISO 9001:2015 সার্টিফাইড ট্রেইনিং সেন্টার হিসেবে সার্টিফাইড করে ISO সার্টিফিকেশন বডি।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্যালিলিও বাংলাদেশ এর হেড অব বিজনেস ডেভেলপমেন্ট জনাব দারাজ মাহমুদ, জনাব হাসান ফাহিম, জনাব নাফিস আহমেদ, এ্যামডিউস বাংলাদেশ এর হেড অব বিজনেস জনাব ডেভেলপমেন্ট কুন্তাল আওলাদ, মিস দিলোয়ারা হাকিম, সেইবার বাংলাদেশ এর কান্ট্রি ম্যানেজার জনাব সাইফুল হক, জনাব সালমান ফার্সি, জনাব আজাদ আহমেদ, এ্যাকমি বাংলাদেশের সিস্টার্স কন্সার্ন এর সিইও জনাব শাকিল আহমেদ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর এয়ারপোর্ট গ্রাউন্ড অফিসার জনাব ইউসুফ ইকরাম, এয়ার আরাবিয়ার সাবেক এয়ারপোর্ট ম্যানাজার জনাব হারুনর রশীদ, প্রচেষ্টা ট্যুরস এন্ড ট্রাভেল এর সত্বাধিকারী জনাব শাকিলুর রহমান, এইচ বি এভিয়েশন এর সকল ট্রেইনার, কর্মকর্তা গন এবং এইচ বি এভিয়েশন ট্রেনিং সেন্টার এর ফাউন্ডার এন্ড চ্যায়ারমেন জনাব যাকি এস বারী সহ অন্যন্য অতিথি বৃন্দ। বিভিন্ন গন মাধ্যমের উপস্থিতিতে এইচ বি এভিয়েশন এর ফাউন্ডার এন্ড চ্যায়ারমেন জনাব যাকি এস বারী বলেন, “আমরা ২০১৮ সাল থেকে এখন পর্যন্ত প্রায় ৩০০ এর অধিক শিক্ষার্থীদের এয়ারটিকেটিং এন্ড ট্রাভেল এজেন্সি বিষয়ক একটি মান সম্মত প্রশিক্ষণ প্রদান করে আসছি, এখন পর্যন্ত আমাদের ৬০% এর অধিক শিক্ষার্থী আমাদের কোর্স শেষে সফল ভাবে এই সেকটরে চাকরি এবং ব্যবসা করে সফল ভাবে ক্যারিয়ার গড়েছেন। এইচ বি এভিয়েশন শুধু ট্রেনিং ই প্রদান করে না, চেষ্টা করে ট্রেনিং শেষে শিক্ষার্থীদের ক্যারিয়ার এর ব্যাপারে পূর্ণ সহায়তা দেবার। তিনি আরো বলেন, ইতিমধ্যে আমরা ISO 9001:2015 সার্টিফাইড ট্রেইনিং সেন্টার হয়েছি, ভবিষ্যতে আমরা আরো বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের সাথে অ্যাফিলিয়েশন করবো ইনশাআল্লাহ”।
এইচ বি এভিয়েশন এর ট্রেনিং বা অন্যান্য তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন 01716680447 নাম্বারে। অথবা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল HBAviationBD এর মাধ্যমে
0 responses on "HB Aviation 4th Certificate Awarding Event"